যুক্তরাজ্যে নির্বাচন : জরিপে এগিয়ে ক্ষমতাসীন দল
আজকাল | 1 | ২০১৯-১২-১৩ ০৯:৩৪:০০
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের পর গণমাধ্যম বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের বুথ ফেরত জরিপ অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে আছে।
বুথ ফেরত জরিপ বলছে, সব আসনের ভোট গণনা শেষে ক্ষমতাসীন রক্ষণশীল দল টোরিরা ৩৬৮ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি হলে, ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবার ৫০টি আসন বেশি পাবে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এ ছাড়া জরিপ অনুযায়ী, লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৩টি ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।
যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বরিস জনসন এবং বিরোধী লেবার পার্টির জেরেমি করবিন।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।