বালিশকাণ্ডের ঘটনায় ১৩ প্রকৌশলী গ্রেপ্তার
আজকাল | 3 | ২০১৯-১২-১৭ ০৭:৫৯:০০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমসহ ১৩ প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের একটি দল তাদের গ্রেপ্তার করে। সারাদেশে ব্যাপক আলোচিত ‘বালিশকাণ্ড’ নামে পরিচিত এ দুর্নীতির ঘটনায় দুদক আদালা চারটি করে।
গ্রেপ্তার হওয়া ১৩ জন প্রকৌশলী হলেন– পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম ও মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান, সহকারী প্রকৌশলী মো. তারেক খান ও মো. আমিনুল ইসলাম এবং ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।